ইনসাইড বাংলাদেশ

নিহতদের ১ লাখ, আহতদের ৫০ হাজার সহায়তার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়।

আহতদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও নিহতদের দাফনের জন্য ১০ লাখ এবং আহতদের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। 

গতকাল বুধবার রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার অন্তত ৪ টি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত ৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনা তদন্তে ইতিমধ্যে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

দুর্ভাগ্যজনক এই ঘটনার জন্য উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি পুরান ঢাকা থেকে সকল কেমিক্যাল কারখানা ও গুদাম অপসারণের নির্দেশ দিয়েছেন।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭