ইনসাইড বাংলাদেশ

বাবার লাশের অপেক্ষা, যমজ সন্তানের আহাজারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ কাওসার আহমেদ। খুবই মেধাবী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হয়েছিলেন ১৭তম। পড়াশুনার পাশপাশি চকবাজারে একটি ক্লিনিক চালাতেন ঘটনার দিন তিনি ক্লিনিকেই ছিলেন।

কাওসারের স্ত্রী, সংসার আছে। আছে ফুটফুটে দুই যমজ সন্তানও। সবাইকে কাদিয়ে তিনি কি চলে গেলেন না ফেরার দেশে? কারণ এখনো লাশ খুঁজে পাননি। তবে স্বজনরা জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। ঢাকা মেডিকেলের মর্গের সামনে অপেক্ষা করছেন স্বজনরা। যদি লাশের দেখা মেলে।
 
ঘটনার খবর শুনেই মর্গে ছুটে যান কাওসারের দুই ভাই, মা ও স্ত্রী মুক্তা। তাঁদের কোলে রয়েছে ছোট্ট ফুটফুটে দুই যমজ শিশু। তারা কাওসারের যমজ ছেলে-মেয়ে। স্বজনেরা ওদের মুখের দিকে তাকাতে পারছেন না। অবিরাম চোখ বেয়ে ঝরছে সবার। বিলাপ করছেন মা ও স্বজনরা। কে বোঝাবেন দুই অবোধ শিশুকে? তারাও কাঁদছে অঝোরে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭