ইনসাইড গ্রাউন্ড

নিউজিল্যান্ডেও চলছে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজের জন্য সুদূর নিউজিল্যান্ডে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের তীব্রতা স্পর্শ করেছে তাসমান সাগরের ওপারে থাকা জাতীয় দলের সদস্যদের। মর্মান্তিক এই ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল, রুবেল হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অগ্নিকাণ্ডের কয়েকটি ছবিসহ পোস্টে রুবেল হোসেন লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন… আল্লাহ চকবাজারে যেন আর মৃতের সংখ্যা না বাড়ে। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে সমস্ত মানুষ মারা গিয়েছে মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন.. হে আল্লাহ্ আপনি নিহতদের পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।’

প্রায় একই ধরনের স্ট্যাটাস দেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুই জনই নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

বুধবার ক্যারিয়ারে প্রথম শতক হাঁকানো সাব্বির রহমান জানান, ‘খুব খারাপ লাগছে, দোয়া করি আহত মানুষগুলো যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। আল্লাহ, যেন আমাদের এ ধরনের বিপদ থেকে রক্ষা করেন।’

বিষাদের শোকে আচ্ছন্ন মুস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি আর যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি।’

ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যেতে না পারা পেসার তাসকিন আহমেদ আহতদের সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছেন, ‘চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের প্রচুর রক্ত লাগছে। চলুন রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।’

উল্লেখ্য বুধবার রাত চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ৭০ জনের। আহত হয়েছে ৪১ জন।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭