ইনসাইড বাংলাদেশ

কতোটা দুর্বিষহ! কতোটা তুচ্ছ এ জীবন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

আদরে জিইয়ে রাখা শরীরটা এভাবে বলি হয়ে যায়! ভাবা যায়না! একদম ভাবা যায়না! মনে করতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে বারবার! কারণ এরই নাম জীবন! পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের মত মর্মান্তিক ঘটনার পর আর কিইবা বলা যায়!

১. গর্ভবতী স্ত্রী নামতে পারেননি; তাই স্বামীও নামেননি! ফলাফল গর্ভের সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু!

২. চার বন্ধু আড্ডা দিচ্ছিলেন প্রতিদিনের মতো। চারটি মাথার পোড়া খুলি পড়ে আছে!

৩. বাবার কাছে সন্তান বিরিয়ানি খেতে চেয়েছে! বাবা বিরিয়ানি নিয়ে ফিরে এসে এখনো পাননি সন্তানকে!

৪. জমজ সন্তানদের বয়স ১ বছরের মতো। মর্গে বাবাকে খুঁজতেছে!

৫. দুই ভাইয়ের জড়াজড়ি করা লাশ আলাদা করা যাচ্ছেনা। আলাদা করার পর তাদের বুকে জড়িয়ে ধরা শিশুর লাশ। শিশুকে বাচাঁনোর শেষ চেষ্টা করছিলেন দুই ভাই।

৬. ছেলে নর্থসাউথ এ পড়ে; সন্তানের লাশ চাচ্ছে তার মা। এক টুকরা মাংসের দলা হলেও চলবে। তিনি শেষবার বুকে জড়িয়ে ধরবেন।

৭. মৃত ভাইয়ের লাশ শনাক্ত করে বাবাকে ফোন দিয়ে বলছে ভাইয়ের লাশ পাবার কথা।

৮. শয্যাশায়ী বাবা-মায়ের জন্য ওষুধ কিনে ফেরা হলোনা একই পরিবারের ৩ সদস্যের। এর মধ্যে ৪ বছরের এক শিশুও রয়েছে।

৯. মিঠু ও সোনিয়া তাদের দুই সন্তান রামিন ও শাহিরকে নিয়ে রিকশায় করে রামিমের বন্ধুর কান ফোঁড়ানোর অনুষ্ঠানের দাওয়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে চুড়িহাট্টা এলাকায় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই পুড়ে মারা যান মিঠু, সোনিয়া ও শাহির। তবে রামিন রিকশা থেকে লাফ দিয়ে বেঁচে যায়। তার মুখমণ্ডল দগ্ধ হয়েছে।

১০. ‘ও ভাই তুমি কই গেলা, আমার জানাজা করবা না। আরে, আমার ভাইরে আইনা দাও’- ৯০ বছর বয়স্ক মমতাজ বেগম তার নাতীকে খুঁজছেন।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭