কালার ইনসাইড

কি অদ্ভুত! জীবন-মৃত্যুর মধ্যেও এ কোন স্মৃতি ধরে রাখার চেষ্টা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ জনের মৃত্যুর খবর সর্বশেষ পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সারাদেশ শোকে কাতর। এই অগ্নিকাণ্ডের শোক ছুঁয়ে যাচ্ছে সর্বস্তরের মানুষদের। শোবিজ তারকারাও জানিয়েছেন শোকবার্তা।

চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইলো। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

চিত্রনায়ক আরিফিন শুভ একটি ছবি শেয়ার করেছেন। ছবির সঙ্গে লিখেছেন, আমরা স্বব্ধ, আমরা শোকাহত।

নাট্য নির্মাতা আশফাক নিপুন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, চকবাজার জানায় দিল আবারো, ১ সেকেণ্ডের ভরসা নাই এই জীবনের। এরপরেও কি আমরা অহংকার করেই যাব? আল্লাহ সহায় হোন।

সংগীতশিল্পী পিন্টু ঘোষ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এতগুলো তাজা প্রাণ পুড়ে নিঃশেষ। শোকের ভাষা হারিয়ে গেছে। তাদের আত্মার শান্তি কামনা করছি।

চিত্রনায়ক সাইমন সাদিক একাধিক অগ্নিকাণ্ডের ছবি পোস্ট করেন। তিনি লিখেছেন, আমরা যদি একটু সচেতন হতাম তাহলে হয়তো শোকের মিছিল এতো বড় হতো না। যার যায় একমাত্র সে জানে স্বজন হারানোর যন্ত্রনা কত বেদনার! ভাষার দিনে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক। তাদের পরিবারকে এই ভয়াবহ শোক সহ্য করার শক্তি দান করুন।

লাক্সতারকা উর্মিলা শ্রাবন্তী কর লিখেছেন, এ মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই। সবার কাছে অনুরোধ করছি।

অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ঘর বাড়ি আগুনে জ্বলছে, সমান তালে মোবাইল ক্যামেরার ফ্লাশ লাইট জ্বলছে...কি অদ্ভুত! জীবন-মৃত্যুর মধ্যেও এ কোন স্মৃতি ধরে রাখার চেষ্টা?

অভিনেত্রী শানারাই দেবী শানু লিখেন, এমন লাশের মিছিল তো চাই নি। জীবন পোড়া গন্ধে ভারী হয়ে আছে একুশ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পোড়া শোকের গন্ধে হয়ত জীবন আবার চলবে নতুন কোন ছন্দে!আহারে জীবন!


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭