ইনসাইড গ্রাউন্ড

টাইগারদের বিপক্ষে কিউইদের টেস্ট দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/02/2019


Thumbnail

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলের একমাত্র চমক নতুন মুখ উইল ইয়ং। এর আগে কোন ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি।

শ্রীলংকার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জেতা দল থেকে পরিবর্তন হয়েছে একজন। বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলর পরিবর্তে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন লেগ স্পিনার টড অ্যাস্টল। ওয়ানডে স্কোয়াডে থাকা মিচেল স্যান্টনার রাখা হয়নি দলে। হাঁটুর অস্ত্রোপচারের পর টেস্টে ক্রিকেটে ফিরতে তাঁকে পর্যাপ্ত সময় দিতে চায় নিউজিল্যান্ড।

আগামী বৃহস্পতিবার হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুটি টেস্ট হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে প্রথম টেস্ট। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে পরের দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ৮ ও ১৬ মার্চ।

নিউজিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়ং।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭