ইনসাইড গ্রাউন্ড

নীতি লংঘন করায় ভারতের শাস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/02/2019


Thumbnail

অলিম্পিকের প্রধান নীতি হচ্ছে অখণ্ড বিশ্ব। এই নীতি না মানায় কঠিন শাস্তির মুখে পড়লো ভারত। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আর কোন আন্তর্জাতিক অলিম্পিক প্রতিযোগিতা আয়োজন করতে পারবে না দেশটি। শুক্রবার বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

২০ ফেব্রুয়ারি থেকে ভারতের দিল্লিতে শুরু হয় আন্তর্জাতিক শুটিং বিশ্বকাপ। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গত সপ্তাহে জম্মু-কাশ্মীরে বোমা হামলার ঘটনায় পাকিস্তানের দুই শুটার জিএম বসির ও খালিল আহমেদকে ভিসা দেয়নি ভারত। এর বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে নালিশ করেন তারা।

এর ফলে ভারতের উপর খড়গহস্ত হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তারা জানায় ‘খেলাধূলায় রাজনীতি কাম্য নয়। প্রত্যেক ক্রীড়াবিদকে সমান চোখে দেখতে হবে। বর্তমান পরিস্থিতি থেকে সরে না আসা পর্যন্ত ভারত আর কোন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে পারবে না।’

এতে করে বাঁধাগ্রস্ত হলো ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্ন। ২০৩৬ সালের অলিম্পিকের কথা মাথায় রেখে ২০২৬ সালে যুব অলিম্পিক এবং ২০৩০ সালে এশিয়ান গেমস আয়োজনের আবেদন করে রেখেছিল ভারত।

 

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭