ইনসাইড বাংলাদেশ

পুরান ঢাকায় রাসায়নিকের গুদাম থাকবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/02/2019


Thumbnail

পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক অভিহিত করে এই এলাকা থেকে এগুলো সরাতে সকলের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘনবসতির এলাকায় যেন আর কোন কেমিক্যাল না থাকে সে জন্য ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

আজ শনিবার সকালে আগুনে দগ্ধ ও আহতদের খোঁজ-খবর নিতে ঢাকা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে এসে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় তিনি বার্ন ইউনিটে পৌঁছান। এসময় তিনি প্রধানমন্ত্রী দগ্ধ ও আহতদের খোঁজ-খবর নেন এবং রোগী ও তার আত্মীয়-স্বজ‌নদের স‌ঙ্গে কথা বল‌েন। এছাড়াও ডাক্তা‌রদের স‌ঙ্গে রোগী‌দের অবস্থা নি‌য়ে কথা বলেন ‍তিনি।

প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ছিলেন-স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মা‌লেক, প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, ঢাকা দ‌ক্ষি‌ণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, এমপি হাজী মো. সে‌লিম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডি‌জি) ডা. আবুল কালাম প্রমূখ।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭