ওয়ার্ল্ড ইনসাইড

সিগারেটের আগুনে ভস্ম শতাধিক গাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/02/2019


Thumbnail

ভারতের ব্যাঙ্গালুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ গাড়ি পুড়ে গেছে। আজ শনিবার দুপুরে একটি বিমান ঘাঁটির কাছেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি জ্বলন্ত সিগারেটের ফিল্টার মাঠে ফেলা হলেও সেখান থেকে শুকনো ঘাসে আগুন ধরে যায়। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ঘটনাস্থলে বিমান বাহিনীর মহড়ার প্রদর্শনী চলছিল। আজ সকালেই সেখানে ভারতীয় বিমান ঘাঁটির সাতটি ‘সূর্য কিরণ’ এয়ারক্রাফটের মহড়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে ব্যাঙ্গালুরুতে বিমান বাহিনীর মহড়া চলাকালে দুইটি বিমানের সংঘর্ষ হয়। এতে একজন পাইলট নিহত হন। ওই দুর্ঘটনার পর আজ শনিবার আবার বিমানের মহড়ার আয়োজন করা হয়েছিল।

বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭