ইনসাইড বাংলাদেশ

কেমিক্যাল গোডাউন অপসারণের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/02/2019


Thumbnail

পুরান ঢাকা থেকে বিপজ্জনক কেমিক্যাল গোডাউন অপসারণেরকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ শনিবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

চকবাজারের অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টের কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে এই অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। যেসব বাড়ির মালিকরা এখনও কেমিক্যাল গোডাউন অপসারণের উদ্যোগ নেয়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান মেয়র।

সাঈদ খোকন বলেন, কেমিক্যাল গোডাউন অপসারণ কার্যক্রম ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টে কেমিক্যাল গোডাউন উচ্ছেদের মধ্য দিয়ে শুরু হলো। অগ্নিকাণ্ডের কয়েকদিন আগে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর দু’দিন পরই এতো বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আজ থেকে ওয়াহেদ ম্যানশন দিয়ে এই অপসারণ কাজ শুরু হলো।

যতক্ষণ পর্যন্ত পুরান ঢাকার সব কেমিক্যাল গোডাউন অপসারণ না হবে ততক্ষণ এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭