ওয়ার্ল্ড ইনসাইড

সুদানের সব গভর্নর বরখাস্ত, জরুরি অবস্থা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/02/2019


Thumbnail

আফ্রিকার দেশ সুদানে একযোগে বরখাস্ত হয়েছেন সব প্রাদেশিক গভর্নর। দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশির গভর্নরদের বরখাস্ত করার পাশাপাশি এক বছরের জরুরি অবস্থা জারি করেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার কেন্দ্রীয় সরকার বিলুপ্ত করে এই ঘোষণা দেন তিনি। গভর্নরদের শূন্য পদে সেনাবাহিনীর কর্মকর্তাদেরও নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট।

কয়েক মাস ধরেই প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে সারাদেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছিল। তিনি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছিল সুদানের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সার্ভিস (এনআইএসএস)।

উল্লেখ্য, অভ্যুত্থানের মাধ্যমে ১৯৮৯ সালে সুদানের ক্ষমতায় বসেন ওমর আল-বশির। খাবার ও জ্বালানির ওপর ভর্তুকি কমানোর প্রতিবাদে গত ডিসেম্বর থেকে তার বিরুদ্ধে জোরালো বিক্ষোভ শুরু করে দেশবাসী। সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে গত দুই মাসে এক হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ জনেরও বেশি সুদানি নিহত হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭