ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৮৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/02/2019


Thumbnail

ভারতের আসামে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে পৌঁছেছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত দুইশ জন।

আসাম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, প্রতি দশ মিনিট পরপরই নতুন মৃত্যুর খবর পাচ্ছেন তারা। মৃতদের মধ্যে অন্তত ৯ জন নারী শ্রমিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মদ খেয়ে নিহতদের মধ্যে অধিকাংশই গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে সালমারা চা বাগানের শ্রমিক। গত বৃহস্পতিবার সাপ্তাহিক বেতন পাওয়ার পর দেশি মদ ‘হোচ’ পানে অসুস্থ হয়ে পড়েন তারা।

ভারতে বিষাক্ত মদ খেয়ে প্রাণহানির ঘটনা নতুন কিছু নয়। দেশটির বিভিন্ন রাজ্যের গ্রামাঞ্চলে প্রায়ই এমন ঘটনা ঘটে। চলতি মাসেই উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে মদপানে শতাধিক মানুষের মৃত্যু হয়। তখন বিষাক্ত মদ বিক্রির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। আর দায়িত্বে গাফেলতির অভিযোগে পুলিশসহ ১২ জন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭