ইনসাইড গ্রাউন্ড

ইতিহাস গড়লো শ্রীলংকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/02/2019


Thumbnail

এশিয়ার প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়েছে শ্রীলংকা। সিরিজের দ্বিতীয় টেস্টে আট উইকেটের বড় জয় পায় লঙ্কানরা।

পোর্ট এলিজাবেথে টেস্টে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার দরকার ছিল ১৯৭ রান। দুই উইকেটে ৬০ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেন কুশল মেন্ডিস ও ওসাদা ফার্নান্দো। দু’জনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সহজ জয় পায় সফরকারীরা। কুশল ৮৪ ও ওসাদা ৭৫ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে ২২২ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে প্রথম টেস্টে কুশল মেন্ডিসের একক প্রচেষ্টায় ১ উইকেটে জিতেছিল শ্রীলংকা।

সংক্ষিপ্ত স্কোরঃ-

দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস): ২২২/১০ (৬১.২ ওভার); কক ৮৬, মার্করাম ৬০; বিশ্ব ফার্নান্দো ৩/৬২, রাজিথা ৩/৬৭

শ্রীলংকা (১ম ইনিংস): ১৫৪/১০ (৩৭.৪ ওভার); থিরিমান্নে ২৯, ডিকওয়েলা ৪২; রাবাদা ৪/৩৮, ওলিভিয়ের ৩/৬১

দক্ষিণ আফ্রিকা (২য় ইনিংস): ১২৮/১০ (৪৪.৩); ডু প্লেসিস ৫০*, আমলা ৩২; লাকমল ৪/৩৯, সিলভা ৩/৩৬

শ্রীলঙ্কা (২য় ইনিংস): ১৯৭/২ (৪৫.৪ ওভার); ওসাকা ফার্নান্দো ৭৫*, মেন্ডিস ৮৪*; ওলিভিয়ার ১/১০।

 

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭