ইনসাইড ইকোনমি

বোনপোল কাস্টমসে বিজনেস অ্যাওয়ার্ড প্রদান; ব্যবসায়ীরা উদ্বুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2019


Thumbnail

আলোকিত কাস্টমস - অলোকিত বাংলাদেশ এই শ্লোগানকে ধারন করে এবার বিশ্বব্যাংক অ্যাওয়ার্ড ও সনদ ২০১৯ অর্জন এবং আধুনিক কাস্টমস হাউস বেনাপোল নির্মাণের স্বীকৃতি সম্মাননা বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোল কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ডে অধিক রাজস্ব প্রদান ও রাজস্ব আদায়ে প্রশংসনীয় উদ্যোগের কারণে মোট ৫ জন সিএন্ডএফ এজেন্টকে বছর সেরা ব্যবসায়ী হিসেবে ঘোষণা করা হয়। সেরা সি এন্ড এফ এজেন্টকে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী।

চলতি মাসের প্রথম দিকে বিশ্বব্যাংক বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরীকে দেশ সেরা কাস্টমস কমিশনার হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করে।

বেনাপোল কাস্টমস এর অতিরিক্ত কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে রাজস্ব আহরণে স্বচ্ছতা ও বেনাপোল বন্দর উন্নয়নে ভুমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন কাস্টমস এর যুগ্ম কমিশনার শহীদুল ইসলাম, যুগ্ম কমিশনার শাকিলা পরভীন, ফেডারেশন অব কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সিনিয়র সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, নিটল টাটা মোটরস এর ডিজিএম মোস্তাফিজুর রহমান সুমন।

সেরা পুরস্কার পওয়া সিএন্ডএফ এজেন্টরা হচ্ছে, মোসার্স শামসুর রহমান, মেসার্স খলিলুর রহমান, মেসার্স সারথী এন্টারপ্রাইজ, ফয়সাল এন্টারপ্রাইজ ও ইসলাম এন্ড সন্স।

 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭