ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের জঙ্গি বিমান ভূপাতিত করলো পাকিস্তান, পাইলট আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2019


Thumbnail

ভারতের দু`টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। আজ বুধবার পাকিস্তানের আকাশসীমায় দুটি ভারতীয় বিমানকে গুলি ছুড়ে নামানো হয়েছে বলে জানিয়েছে পাক সেনা বাহিনী। এ ঘটনার পর আহত অবস্থায় ভারতের এক পাইলটকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

পাক সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর টুইট বার্তায় বলেছেন, আজ বুধবার সকালে ভারতে বিমান হামলা চালায় পাকিস্তান। এর প্রতিক্রিয়ায় ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। এ সময় দুটি ভারতীয় বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়। দুই বিমানের একটি আজাদ কাশ্মীরে ভূপাতিত হয়। অন্যটি ভারতের দখলকৃত কাশ্মীরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ভারতীয় এক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আসিফ গফুর।

অন্যদিকে ভারতীয় পুলিশ রয়টার্সকে জানিয়েছে, ‘কাশ্মিরের বিরোধপূর্ণ অঞ্চলে’ তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে এক পাইলটসহ দুজন নিহত হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭