ওয়ার্ল্ড ইনসাইড

ভয়ে কাঁপছে পাকিস্তান, বিমান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2019


Thumbnail

পাক-ভারত হামলা পাল্টা হামলার মুখে সব ধরনের বিমান চলাচল বন্ধ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আকাশসীমায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

ভারতীয়রা বলছে, ভারতের বিমান হামলায় ভয়ে কাঁপছে পাকিস্তান। এ কারণেই আকাশ সীমায় জরুরি অবস্থা জারি করেছে তারা। 

পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সিভিল এভিয়েশন অথোরিটির (সিএএ) নির্দেশনার পর লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদ বিমানবন্দর থেকে সব ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক কিছু ফ্লাইটকে অবতরণও করতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য ফ্লাইট ইতিমধ্যেই বিকল্প পথ ব্যবহার করতে শুরু করেছে।

পাকিস্তানের রেলমন্ত্রী শেইখ রশিদ দেশের রেল পথেও জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ভারতকে জবাব দিতে পুরো দেশ প্রস্তুত আছে।

অন্যদিকে, ভারতের উত্তরাঞ্চলের অন্তত ৮টি শহরের বিমান চলাচলও বন্ধ থাকার খবর পাওয়া গেছে। আজ বুধবার সকালে ভারতের আকাশসীমায় পাকিস্তানি বিমান ঢুকে পড়ার পর নিরাপত্তার অংশ এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭