ইনসাইড বাংলাদেশ

‘ইউর হাজব্যান্ড ইজ ভেরি লাকি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/03/2019


Thumbnail

ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে। আগামী এক ঘণ্টার মধ্যে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে। আজ দুপুরে ভারতের প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের পর চিকিৎসকদের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের সময় ডা. দেবী শেঠির সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। পর্যবেক্ষণ শেষে ওবায়দুল কাদেরের স্ত্রীকে দেবী শেঠি বলেন, ‘ইউর হাজব্যান্ড ইজ ভেরি লাকি। এখানে ডাক্তাররা যে চিকিৎসা দিয়েছে সেটা পারফেক্ট। ইউরোপ আমেরিকাতে চিকিৎসা হলেও রোগীর এই অবস্থায় একই চিকিৎসা হতো। এর চেয়ে ভালো চিকিৎসা দেয়া সম্ভব ছিল না। আপনারা যদি শিফট করতে চান তাহলে এটাই সঠিক সময়। আপনারা এই মুহূর্তেই শিফট করেন।’

এর পরেই ওবায়দুল কাদেরকে এক ঘণ্টার মধ্যে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ থেকে আনা এয়ার অ্যাম্বুলেন্সে প্রস্তুত আছে। তাকে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এক ঘণ্টার মধ্যে তাকে শিফট করা হবে।

প্রেস ব্রিফিংয়ে এ সব কথা জানান বিএসএমএমইউয়ের ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭