ইনসাইড আর্টিকেল

চেক ফেরত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/04/2017


Thumbnail

চেক ফেরত
এক ভদ্রলোক গেছেন ডাক্তারের কাছে। ব্যবস্থাপত্র দেওয়ার পর যথারীতি ফি দেওয়ার পালা। কিন্তু ভদ্রলোকের কাছে ক্যাশ নেই। আছে চেক। বাধ্য হয়ে চেক নিলেন ডাক্তার সাহেব।
সপ্তাহ খানেক পরে ডাক্তারের সঙ্গে ভদ্রলোকের দেখা।
ডাক্তার বললেন, ‘আপনি যে চেকটা দিয়ে এসেছিলেন, সেটা তো ব্যাংক থেকে ফেরত এসেছে।’
ভদ্রলোকের ত্বরিত জবাব, ‘আপনি কদিন আগে যে রোগের চিকিৎসা করলেন, সেটাও যে ফেরত এসেছে!’

চোখের ডাক্তারের চোখ খারাপ
একবার চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম। এটা শুনে আমার এক বন্ধু কৌতুকটা বলল। সেই থেকে মাথায় আছে। তবে বলার আগে চোখের ডাক্তারদের বলে রাখছি, তাঁদের ছোট বা হেয় করার জন্য এই কৌতুক না। এটি নিছকই কৌতুক।
হয়েছে কী, একবার এক ভদ্রলোকের স্ত্রী চিত্কার করে জানতে চাইছে—
ওগো শুনছ? তোমার না আজ চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা। গিয়েছিলে?
ভদ্রলোক বললেন, গিয়েছিলাম তো।
—ডাক্তার কী বলল?
—দূর! ডাক্তারের নিজের চোখ আমার চেয়ে খারাপ।
—সেকি, কেন?
—আর বোলো না, দিনের বেলায় উনি টর্চ জ্বালিয়ে আমার চোখ দেখছিলেন! তুমিই বলো, আমার চেয়ে খারাপ না হলে ওনার টর্চ লাগে?

খারাপ খবর
রোগী: প্রথমে সবচেয়ে খারাপ খবরটাই বলুন।
চিকিৎসক: আপনার ক্যানসার হয়েছে।
রোগী: দ্বিতীয়টা?
চিকিৎসক: আপনার আলঝেইমারও হয়েছে।
রোগী: যাক, আলঝেইমার তেমন কোনো রোগ না।

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭