ইনসাইড পলিটিক্স

ছাত্রলীগ লোকদেখানো প্রচারণায় নয়, কাজে বিশ্বাসী: রাব্বানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/03/2019


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনলাইন প্রচারণায় প্রাধান্য দিচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস প্রার্থী গোলাম রাব্বানী এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, ছাত্রলীগ লোকদেখানো প্রচারণায় নয়, কাজে বিশ্বাসী।

গোলাম রাব্বানী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে এখন ডিজিটাল প্রচারণা সহজ। অনলাইনে সবাই সবার সাথে যুক্ত আছে। সেখানে খুব সহজেই যোগাযোগ করা যায়। তবে, প্রার্থীরা সবাই ব্যক্তিগতভাবেও ভোটারদের সঙ্গে যোগাযোগ করে ভোট চাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ লোকদেখানো প্রচারণায় নয়, কাজে বিশ্বাসী। বিগত ১০ বছর ধরে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে ভালোবাসার আধিপত্য ধরে রেখেছে। ভালো কাজের মাধ্যমে ছাত্রলীগ সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসা পেয়েছে। তার প্রতিফলন ডাকসু নির্বাচনে পাওয়া যাবে।’

 

বাংলা ইনসাইডার/এসএ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭