ইনসাইড বাংলাদেশ

ভূমি মন্ত্রণালয়ের অধিকাংশই সম্পদের হিসেব জমা দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/03/2019


Thumbnail

গত ১২ জানুয়ারি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা প্রদানের অন্যতম কৌশল ভূমি মন্ত্রণালয়ে কর্মরতদের হিসাব গ্রহণের কথা ঘোষণা দিয়েছিলেন, যেন পরবর্তীতে অনিয়ম-দুর্নীতি করতে সবাই নিরুৎসাহিত হন। এই অল্প সময়ে তিনি তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। এত দ্রুত সময়ে কর্মচারিদের সম্পদের হিসাব গ্রহণ তার একটি প্রমাণ।

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি দপ্তর ও ৬৪ টি জেলায় কর্মরত ১৭৫৭৬ জন কর্মচারীর মধ্যে ১৭২০৮ জন কর্মচারী তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছেন। অবশিষ্ট ৩৬৮ জন কর্মচারী বিভাগীয় মামলায় সাময়িক বরখাস্ত এবং দীর্ঘমেয়াদি ছুটিতে থাকার কারণে সম্পদের বিবরণী দাখিল করতে পারেননি বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

জনবান্ধব ভূমি সেবা প্রদানের জন্য ভূমিমন্ত্রী মন্ত্রণালয়ের সব সেবা সিস্টেম ডিজিটালাইজেশনের আওতায় উপরও জোড় দিয়েছেন তিনি। এরই ফল স্বরূপ গত ২৭ ফেব্রুয়ারি তারিখে দেশব্যাপী অনলাইন খতিয়ান অবমুক্তকরণ এবং ১২ ফেব্রুয়ারি সমগ্র ঢাকা জেলায় শতভাগ ই-নামজারি কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭