ইনসাইড এডুকেশন

উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/03/2019


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ অধ্যাপক ড. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্র ঐক্যসহ অন্যান্য প্যানেলের প্রার্থী ও তার তাদের সমর্থকরা। ভিসির পদত্যাগ ও ফের ডাকসু নির্বাচনের দাবিতে তারা সেখানে অবস্থান করছেন।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ভিসির বাসভবনের সামনে প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোটের নেতাকর্মীরা অবস্থান নেন। এর মিনিট দশেক পরই তাদের সঙ্গে যুক্ত হয় ছাত্রদলের নেতাকর্মীরা।

অবস্থান ধর্মঘট থেকে বামজোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী উম্মে হাবীবা বেনজীর বলেন, ‘আগের রাতের ভোট মানি না। কারচুপি করে প্রশাসন আগের রাতেই ভোট দেওয়ায় সহযোগিতা করেছে। আমরা ফের ডাকসু নির্বাচন চাই।’

এসময় কোটা আন্দোলনকারীদের নেতা ফারুক আহমেদ বলেন, ‘আমরা বিচার চাই। প্রশাসনের পদত্যাগ চাই। আবার নির্বাচন চাই।’

সেখানে অবস্থান নিয়ে বক্তব্য দেন বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী, স্বতন্ত্র প্রার্থী অরণী সেমন্তী খানসহ অন্যরা।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭