ইনসাইড ইকোনমি

এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/03/2019


Thumbnail

আগামী ১ এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার`স (এটকো) এর সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচারের ফলে দেশি চ্যানেল মালিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থার অবসানে বিদেশী চ্যানেলে দেশী পণ্যের বিজ্ঞাপন বন্ধের কথা জানান তিনি।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি ডাউনলিংক করে বিদেশি চ্যানেল প্রদর্শনকারী কেবল অপারেটরদের সতর্ক করে দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, বিদেশি চ্যানেল প্রদর্শন কোনো অপরাধ নয়। কিন্তু সরকারের অনুমতি ছাড়া ও কর না দিয়ে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। যাঁরা এই কাজগুলো করছেন, তাঁরা আইন লঙ্ঘন করছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।

বাংলা ইনসাইডার/এএইচসি/এআরএন



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭