ইনসাইড এডুকেশন

নুরুকে ভিপি ঘোষণা করায় ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/03/2019


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নুরুল হক নুরুকে ভিপি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার দিবাগত রাতে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরপরই সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করে তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আখতারুজ্জামানকে ৩৫ মিনিট অবরুদ্ধ করে রাখা হয় বলেও জানা গেছে।

সিনেট ভবনের অডিটোরিয়ামে ছাত্র লীগের নেতাকর্মীরা রাতভর ফল মানি না বলে স্লোগান দিতে থাকে। এছাড়া ‘নুরের চামড়া, তুলে নেবো আমরা’, ‘ভুয়া ভুয়া’ বলেও স্লোগান দেয় তারা। এসময় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ সিনিয়র নেতারা বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেন বলে জানা যায়।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ছাত্রলীগ সমর্থিত প্যানেল ছাড়া বাকি সবগুলো প্যানেল নির্বাচন বর্জন করে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭