ওয়ার্ল্ড ইনসাইড

বোয়িং নিষিদ্ধের মিছিলে ভারত-হংকং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/03/2019


Thumbnail

বিশ্বব্যাপী বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ নিষিদ্ধের মিছিলে যোগ দিয়েছে ভারত আর হংকংও। আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশ দুটির বিমান সংস্থা।

মাত্র পাঁচ মাসের মধ্যে বোয়িং এর ৭৩৭ ম্যক্স ৮ মডেলের বিমান বিধ্বস্ত হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে চীন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও আরো বেশ কিছু দেশ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ নিষিদ্ধ করেছে।

গত অক্টোবরে ইন্দোনেশিয়ার নিকটবর্তী জাভা সাগরে দেশটির লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ মডেলের একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার পর এই বিমান নিয়ে প্রথম উদ্বেগ দেখা দেয়। এরপর গত রোববার ইথিওপিয়ার আদ্দিস আবাবার কাছে বোয়িং ৭৩৭ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। এরপরই একের পর এক দেশ বোয়িং ৭৩৭ কে নিষিদ্ধ করছে। বাংলাদেশও আজ এক বিবৃতি দিয়ে এই বিমান ক্রয় ও চলাচল নিষিদ্ধ করেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭