ইনসাইড বাংলাদেশ

বঙ্গবন্ধুর জন্মদিনে হাসপাতালে ফ্রি চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2019


Thumbnail

আগামী ১৭ মার্চ রোববার দেশের সকল সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে সারাদেশের সবগুলো সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এ সেবা প্রদান করবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১৭ মার্চ সকল হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সুসজ্জিত করা হবে শিশু ওয়ার্ডগুলোকে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন স্থাপনায় ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭