ইনসাইড গ্রাউন্ড

নারী সাফ ফুটবল: জিতলেই সেমিফাইনাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2019


Thumbnail

ভুটানের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সাফ নারী চ্যাম্পিয়নশিপের মিশন। প্রতিপক্ষকে হারালেই নিশ্চিত হবে সাবিনা-মৌসুমীদের সেমিফাইনাল।

নেপালের বিরাটনগরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মেয়েদের ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ সাফ চ্যাম্পিয়নশিপ। তিন দলের গ্রুপের উদ্বোধনী ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছে ভুটান। কাজে বাংলাদেশের জন্য সমীকরণটা বেশ সহজ। ভুটানকে হারালেই শেষ চারে খেলার প্রাথমিক লক্ষ্য পূরণ হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।

ভুটানের বিপক্ষে লাল-সবুজদের অতীত রেকর্ড বেশ ভালো। বয়সভিত্তিক কিংবা জাতীয় দলের লড়াই, বাংলাদেশ কখনও হারাতে পারেনি ভুটান। সাফ ফুটবলের আগের দু’দেখায় জয় পেয়েছে সাবিনারাই। এদিকে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন টানা পঞ্চমবারের মতো সাফ ফুটবলে অংশ নিচ্ছেন।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭