ইনসাইড বাংলাদেশ

অরফানেজ ট্রাস্ট মামলায় কারাদণ্ডের বিরুদ্ধে খালেদার আপিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2019


Thumbnail

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। আপিল আবেদনে খালেদার জামিনও চাওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় প্রায় দুই’শ পৃষ্ঠার এ আপিল দায়ের করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল আপিল দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আপিলে বলা হয়েছে খালেদা জিয়ার আইনজীবীদের শুনানির সুযোগ না দিয়ে হাইকোর্ট একতরফাভাবে রায় দিয়েছেন। যা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।’

উচ্চ আদালতের অবকাশকালীন ছুটির পর আপিল শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান কায়সার কামাল।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। সেদিনই তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। সে বছরের ৩০ অক্টোবর খালেদার সাজার মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭