ইনসাইড বাংলাদেশ

মির্জাপুরে ৩১টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2019


Thumbnail

টাঙ্গাইলের মির্জাপুরে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী মির্জাপুরে পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার বোন শেখ রেহানা।

মির্জাপুরে প্রধানমন্ত্রী দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান করবেন। এছাড়া কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সেবা কার্যক্রমের ৮৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনও করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মির্জাপুরসহ গোটা টাঙ্গাইল জেলাতেই উৎসবের আমেজ তৈরি হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী আজ কুমুদিনী ওয়েলফেয়ারে তার দুপুরের খাবার খাবেন। কুমুদিনী কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে ৩০ থেকে ৩৩ রকমের তরকারি ও মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করবেন বলে জানা গেছে। সব খাবার নিজেদের ঐতিহ্য অনুসারে কাঁসার বাসনপত্রে পরিবেশন করা হবে বলেও জানানো হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭