ইনসাইড পলিটিক্স

সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শরিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2019


Thumbnail

গ্যাসের দাম বাড়লে তার প্রতিবাদ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা। সরকারের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে শরিকরা। যদিও তারা কঠোর কোন আন্দোলনে যাবে না বলে জানা গেছে। তারা হালকা ধরনের কর্মসূচি দিতে পারে। এর মধ্য দিয়ে ১৪ দলের শরিকরা প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকারের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলো।  

ক্ষমতাসীন আওয়ামী লীগ গত ১০ বছরে ১৪ দলের সঙ্গে অভিন্নভাবে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। অতীতে বিভিন্ন সময়ে মূল্য বৃদ্ধি, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সরকারের নানা স্পর্শকাতর ইস্যুতে সিদ্ধান্তে ১৪ দল নিশ্চুপ ছিলো। প্রকারান্তরে তারা সরকারকে সমর্থন দিয়েছিলো। সেসময় ১৪ দলের শরিকরা মন্ত্রিসভায় ছিলো। কিন্তু এবার তারা মন্ত্রিসভায় জায়গা পায়নি। কাজেই এবার পরিস্থিতি ভিন্ন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধি করা হলে তা হবে জনবিরোধী পদক্ষেপ। আমরা মনে করি, এ ধরনের সিদ্ধান্ত নেয়া সঠিক হচ্ছে না। যদি এটা করা হয় তাহলে ওয়ার্কার্স পার্টি নিশ্চিতভাবেই এটার প্রতিবাদ করবে। তবে প্রতিবাদের ধরন কেমন হবে সেটা দাম বাড়ানোর পরেই সিদ্ধান্ত নেবো। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়ে শুধু রাজনৈতিক দলই নয়, এফবিসিসিআইসহ (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি) বিভিন্ন মহলও এটার প্রতিবাদ করছে। এতে সাধারণ জনগণের ভোগান্তি হবে। যদি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয় তখন আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো কী পদক্ষেপ নেয়া হবে।’

 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭