ইনসাইড গ্রাউন্ড

শঙ্কার মুখে নেতৃত্ব, বিচলিত নন কোহলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2019


Thumbnail

ঘরের মাঠে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। এতে সমালোচনা শুরু হয় ভারতজুড়ে। দেশটির সাবেক ক্রিকেটাররা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কোহলির অধিনায়কত্বকে। আবার এতে সমর্থন জানিয়েছেন অন্য দেশের সাবেকরাও। বিশ্বকাপের আগে এমন ঘটনায় মোটেও বিচলিত নন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

সাবেক ক্রিকেটারদের দাবি সিরিজ নিশ্চিত হওয়ার পর একাদশ নিয়ে পরীক্ষা চালাতে পারতো ভারত। পাঁচবার ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে খাটো করে দেখা উচিত হয়নি বলেও মনে করেন ভারতের সাবেক তারকা ক্রিকেটাররা।

সাবেকদের কথায় কান দিচ্ছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ এরই মধ্যে ঠিক করে ফেলেছেন বলেও জানান তিনি, ‘বিশ্বকাপে আমার একাদশ ঠিক করে ফেলেছি। পরিবেশ অনুযায়ী একটা পরিবর্তন হবে। হার্দিক পান্ডিয়া দলে ফিরলে ব্যাটিং-বোলিং দু’বিভাগেই গভীরতা আরো বাড়বে। দলের প্রত্যেককে তাদের দায়িত্ব বোঝানো বাকি আছে। দল প্রায় পুরোটাই তৈরি। একটা জায়গা নিয়ে শুধু আর একটু ভাবতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন হারের পর চিন্তিত হলেও একাদশ নিয়ে বিচলিত নন তিনি, ‘এমন হার মেনে নেওয়া কঠিন। কিন্তু অস্ট্রেলিয়া আমাদের তুলনায় বেশ ভালো খেলেছে। সেটা নিয়ে আমি বিচলিত নই। আমার চিন্তা শুধু নিজেদের পারফরম্যান্স নিয়ে।’

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭