ইনসাইড বাংলাদেশ

‘ভাষা বিকৃতিতে কোকাকোলার বিরুদ্ধে ব্যবস্থা কেন নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2019


Thumbnail

কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকাকোলার বোতলের লেবেলে বাংলা ভাষাকে বিকৃত করে অশালীন শব্দ ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কোকাকোলা কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ‌ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ সম্পর্কিত এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে এ রুল জারি করেন।

সম্প্রতি কোকাকোলার পানীয় বোতলের লেবেলে বাংলা ভাষার বেশ কিছু অর্থপূর্ণ শব্দকে বিকৃতভাবে ব্যবহার ও বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান রানা।

বাংলাদেশে কোকাকোলার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ লি., আইন সচিব ও তথ্য সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলা ইনসাইডার/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭