ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে বোম্ব সাইক্লোনে ১৩শ’ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2019


Thumbnail

যুক্তরাষ্ট্রে আছড়ে পড়েছে ‘বোম্ব সাইক্লোন।’ ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনার একাংশে স্থানীয় সময় বুধবার রাত থেকেই শুরু হয়েছে সাইক্লোনের তাণ্ডব। আর এর জের ধরেই বাতিল হয়ে গেছে অন্তত ১৩০০ ফ্লাইট। উপকূলবর্তী অঞ্চলে ৫০ থেকে ৮০ মাইল বেগে বইছে ঝোড়ো বাতাস।

মার্কিন প্রশাসন জানিয়েছে, সাইক্লোনের কারণে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনার বহু মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন।  অনেক গাছ উপড়ে গেছে। আগামী অন্তত তিন দিন বোম্ব সাইক্লোনের প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, ২৪ ঘণ্টার মধ্যে যখন ব্যারোমেট্রিক প্রেসার ২৪ মিলিবারের নিচে নেমে যায়, তখন সেটাকে `বোম্ব সাইক্লোন` বলে থাকেন আবহাওয়াবিদরা।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭