ইনসাইড গ্রাউন্ড

‘দলের ফল গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2019


Thumbnail

নিউজিল্যান্ড সফরের সবকিছু নিয়েই আক্ষেপ রয়েছে বাংলাদেশের। ওয়েলিংটনে সবুজ উইকেট পেয়েও জ্বলে উঠতে পারেননি একাদশে খেলা তিন পেসার। বলার মতো কেবল তিন উইকেট শিকার করেছেন আবু জায়েদ রাহী। অন্য দু’জন মুস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেনের তুলনায় পারফরম্যান্স ভালো হলেও সন্তুষ্ট নন ডানহাতি এই পেসার। তাঁর কাছে নিজের পারফরম্যান্সের চেয়ে দলের ফলাফলটা গুরুত্বপূর্ণ।

সিরিজের প্রথম দুই টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দু’টেস্টেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়নি নিউজিল্যান্ডকে। এমনকি একবারের জন্যও অলআউট করা যায়নি কিউইদের। এর জন্য পেসারদের অনভিজ্ঞতাকে দায়ী করছেন আবু জায়েদ রাহী, ‘আমরা যে ক’জন পেসার খেলছি, তাদের মধ্যে মোস্তাফিজ শুধু ১১ (১৩টি) ম্যাচ খেলছে। তাই আমার কাছে মনে হয়, আরও টেস্ট খেলা উচিত। অন্যান্য দেশের বোলারদের দেখেন অনেক টেস্ট খেলছে। টেস্ট হলো অভিজ্ঞতার ক্রিকেট। যত বেশি টেস্ট খেলবেন, তত অভিজ্ঞ হবেন এবং বুঝতে পারবেন টেস্ট ক্রিকেট কেমন।’

জেমস অ্যান্ডারসনকে আদর্শ মানায় সুইংয়ের প্রতি দুর্বলতাটা একটু বেশি। এছাড়া টিম সাউদির ‘বাবল ডেলিভারি’ শেখার আগ্রহও আছে আবু জায়েদের। কিন্তু দল ভালো করতে না পারাটা পোড়াচ্ছে তাকে, ‘নিজের পারফরম্যান্সের চেয়ে ফলটা বেশি গুরুত্বপূর্ণ। টিম যদি ফল পেতো, তাহলে বেশি ভালো লাগত।’

তবে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে বাড়তি পরিশ্রম করছেন বলেও জানিয়েছেন আবু জায়েদ রাহী। আগামী শুক্রবার শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্ট।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭