ইনসাইড গ্রাউন্ড

নারী সাফের সেমিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2019


Thumbnail

এক ম্যাচ হাতে রেখেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন মৌসুমী ও সাবিনা।

বয়স ভিত্তিক ফুটবলের সাফে শিরোপা জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু জাতীয় দলের সাফে লাল-সবুজদের সেরা সাফল্য সেমিফাইনাল। এবার অংশগ্রহণের আগে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছিলেন শেষ চারে খেলা বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য।

গ্রুপের প্রথম ম্যাচে নেপালের কাছে হেরে যায় ভুটান। তাই ভুটানের বিপক্ষে এ ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। এই সমীকরণে খেলতে নেমে ভুটানের মেয়েদের ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ফলে নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভুটান।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭