ইনসাইড গ্রাউন্ড

মসজিদে গোলাগুলির হাত থেকে বেঁচে গেলেন মুশফিক-তামিমরা (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/03/2019


Thumbnail

ক্রাইস্টার্চে মসজিদে গোলাগুলির হাত থেকে প্রাণে বেচে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুক্রবার দুপুরে স্থানীয় সময় ১ টা ৪৫ মিনিটে এ গোলাগুলির ঘটনা ঘটে। অজ্ঞাত বন্ধুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৬জন। 

বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে মসজিদে যে জুম্মার নামাজ আদায় করার কথা ছিল সেখানে পৌঁছাতে কিছুটা দেরি হয়। এর কারণ হচ্ছে অফিসিয়াল সংবাদ সম্মেলন। বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে পৌছানোর কিছু আগেই সেখানে গোলাগুলি হয়। ক্রিকেটাররা পৌঁছানোরে কিছু আগে মসজিদে অজ্ঞাত বন্দুকধারীর গোলাগুলিতে ৬জন নিহত হয়।

এই অবস্থায় ক্রিকেটাররা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আশেপাশে স্থানীয়দেরও সেখানে না যাওয়ার পরামর্শ দেন।

এ ঘটনার পরপরই সেখানে উপস্থিত থাকা বাংলাদেশ দলের ক্রিকেটার তামিম ইকবাল নিজের টুইটার একাউন্টে লিখেন, ‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।` 

মুশফিকুর রহিম তাঁর টুইটার একাউন্টে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ আমাদের ক্রাইস্টার্চে মসজিদে গোলাগুলির হাত থেকে বাচিয়েছেন। আমরা অনেক ভাগ্যবান। এই জিনিস আর দেখতে চাই না। সবাই আমাদের জন্য দোয়া করবেন।



টাইগারদের ঘটনাস্থল ত্যাগ করার ভিডিও

 

বাংলা ইনসাইডার/এসআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭