ওয়ার্ল্ড ইনসাইড

নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর গুলিতে ২৭জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/03/2019


Thumbnail

শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত নিউজিল্যান্ডের ক্রাইস্টার্চে আল নূরসহ স্থানীয় দুটি মসজিদে বন্দুকধারী জঙ্গি হামলায় কমপক্ষে ২৭জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা নিশ্চিত করে জানা যায়নি। পুলিশ সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করেছে বলে দাবি করেছে স্থানায় গণমাধ্যম।

শুক্রবার দুপুরে স্থানীয় সময় ১ টা ৪৫ মিনিটে এ গোলাগুলির ঘটনা ঘটে। ক্রাইস্টচার্চে টেস্ট ভেন্যুর পাশে অবস্থিত নুর মসজিদে বাংলাদেশী ক্রিকেটারদের জুম্মার নামাজ আদায়ের কথা ছিল। তৃতীয় টেস্টের অফিসিয়াল সংবাদ সম্মেলনে কারণে মসজিদ পৌঁচ্ছেতে দেরি করেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ বেশ বেশ কয়েকজন ক্রিকেটার। ফলে গোলাগুলির এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। হয়।

গোলাগুলির এ ঘটনায় বাংলাদেশ- নিউজিল্যান্ডের মধ্যে শনিবার অনুষ্ঠিতব্য তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যম। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু জানায়নি।

বাংলা ইনসাইডার/এসআর 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭