ইনসাইড গ্রাউন্ড

নিরাপদে আছেন ক্রিকেটাররা: বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/03/2019


Thumbnail

ক্রাইস্টচার্চে হামলায় ঘটনায় নিরাপদে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি সদস্য। বর্তমানে তারা টিম হোটেলে রয়েছে। আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুক্রবার দুপুরে স্থানীয় সময় ১ টা ৪৫ মিনিটে এ গোলাগুলির ঘটনা ঘটে। ক্রাইস্টচার্চে টেস্ট ভেন্যুর পাশে অবস্থিত নুর মসজিদে বাংলাদেশী ক্রিকেটারদের জুম্মার নামাজ আদায়ের কথা ছিল। তৃতীয় টেস্টের অফিসিয়াল সংবাদ সম্মেলনে কারণে মসজিদ পৌঁছাতে দেরি করেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ বেশ কয়েকজন ক্রিকেটার। ফলে গোলাগুলির এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা।

বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় নিউজিল্যান্ডে অবস্থান করা বাংলাদেশের দলের প্রতিটি ক্রিকেটার নিরাপদে আছেন। এবং তাদেরকে হোটলে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া বিসিবির পক্ষ থেকে সবসময় ক্রিকেটারদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭