ওয়ার্ল্ড ইনসাইড

ছুটিতে যাচ্ছেন ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমান ও অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/03/2019


Thumbnail

পাকিস্তানের হাতে আটক হওয়ার পর মুক্তি পাওয়া ভারতীয় বৈমানিক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে অভিযান সম্পর্কে জিজ্ঞাসাবাদ (ডিব্রিফিং) শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ছুটিতে যাচ্ছেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।

সময় বাড়ল ব্রেক্সিটের

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া (ব্রেক্সিট) বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র প্রস্তাব দুই দফায় প্রত্যাখ্যাত হওয়ার পর বৃহস্পতিবার তৃতীয়টিতে সম্মতি দেন এমপিরা। ফলে ইইউ ত্যাগের জন্য খুব সম্ভবত আরও কিছুদিন সময় পাবে যুক্তরাজ্য।

ইখওয়ানের ৯ জনের ফাঁসি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে: এরদোগান

সিসি সরকার কর্তৃক মিসরে ইখওয়ানুল মুসলিমীনের ৯ সদস্যকে ফাঁসির সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, এ ৯ জনের মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। মিসরের পুতুল সরকার অন্যায়ভাবে ৯ জন যুবকের মৃত্যুর আদেশ দিয়েছে। অথচ পশ্চিমাবিশ্ব এ অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি। গতকাল বৃহস্পতিবার এক নির্বাচনী সমাবেশে এরদোগান ইসরাইলের সমালোচনার পাশাপাশি সম্প্রতি ফাঁসিপ্রাপ্ত মিসরের তরুণদের বিষয়ে কথা বলেন।

মুম্বাইয়ে ফুট ওভারব্রিজ ধসে নিহত ৫, আহত ৩৪

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ফুট ওভারব্রিজের একাংশ ধসে পড়ায় অন্তত ৫ জন নিহত ও অপর ৩৪ জন আহত হয়েছেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস (সিএসটি) রেলস্টেশন এলাকায় এই ধসের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

চীনা বাধার জবাবে পাল্টা পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্তি করার প্রস্তাবে সম্মতি না দেওয়ায় পাল্টা পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়। নিরাপত্তা পরিষদের বাকি সদস্যরা সেখানে চীনকে প্রকাশ্যে তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে আহ্বান জানাতে পারেন, যাতে চীনের অবস্থান বিশ্বজুড়ে সমালোচিত হয়।

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭