ইনসাইড গ্রাউন্ড

আজই ফিরবেন ক্রিকেটররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/03/2019


Thumbnail

ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে আগেই। এখন প্রশ্ন অল্পের জন্য হামলা থেকে রক্ষা পাওয়া ক্রিকেটাররা দেশে ফিরবেন কবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান জানিয়েছেন ফ্লাইট পাওয়া গেলে আজই দেশে ফিরে আসবেন ক্রিকেটাররা।

স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে মসজিদ থাকার কথা ছিলো বাংলাদেশ দলের। কিন্তু তৃতীয় টেস্টের সংবাদ সম্মেলনে দেরি হওয়ায় বাংলাদেশ দল মসজিদে গিয়ে পৌঁছায় ১টা ৪৫ মিনিটে। ক্রিকেটাররা বাস থেকে নেমে দেখেন হামলার ঘটনা ঘটেছে মসজিদে। এসময় তারা দ্রুত ফিরে আছেন মাঠে। এরপর নিরাপদে ফেরেন টিম হোটেলে। বাতিল করা হয় সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

বিসিরি পরিচালক আকরাম খান বলেন, ‘বিসিবির পক্ষ থেকে সবসময় খোঁজখবর রাখা হচ্ছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশ দলের ক্রিকেটারদের ফিরিয়ে আনা হবে। তবে তা নির্ভর করছে ফ্লাইট পাওয়ার উপর। আজ পাওয়া গেলে আজই ওদের ফিরিয়ে আনা হবে। সবাইকে একসাথে না হলেও অন্তত কয়েকজনকে ফিরে আনার চেষ্টা চলছে। কিন্তু সব কিছুই নির্ভর করছে ফ্লাইট পাওয়ার উপর।’

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭