ইনসাইড গ্রাউন্ড

সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে খেলতে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/03/2019


Thumbnail

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনা থেকে শিক্ষা নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকে যেকোনো দেশে সফরে যাওয়ার আগে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সেখানে দল পাঠানোর ঘোষণা দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এতে সর্তক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের দেশে আসার আগে অন্য দেশগুলো যে ধরনের নিরাপত্তা চায়, তারা সেই ধরনের নিরাপত্তাই পায়। কিন্তু এর আগে আমরা কখনও নিরাপত্তা নিয়ে কোনো কথা তুলি না। আমরা কেন ঐ দেশে নিরাপত্তার ব্যাপারে কোনো দেশই প্রশ্ন তোলে না।’

কিন্তু এবার থেকে বাংলাদেশ যেকোনো দেশে খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি, ‘এ ঘটনার পর আমরা অনেক শক্ত হবো। আমাদের চাহিদা অনুযায়ী যারা নিরাপত্তা দিতে পারবে, শুধু মাত্র তাদের দেশেই খেলতে যাবো আমরা। আর তা না হলে আমরা সে দেশ খেলতে যাবো না। সেটা যে দেশই হোক।’

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭