ইনসাইড গ্রাউন্ড

নিরাপত্তাকর্মী না থাকার ব্যাখ্যা দিলেন বোর্ড সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/03/2019


Thumbnail

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার সময় বাংলাদেশ দলের সঙ্গে কোন নিরাপত্তাকর্মীকে দেখা যায়নি। এ নিয়ে প্রশ্ন উঠেছে টাইগারদের নিরাপত্তার ব্যাপারে কেন এতো উদাসীন ছিলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এর ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, তিন গ্রুপে ভাগ হয়ে যাওয়ায় এমনটা হয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। মাত্র ৫ মিনিটের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু হামলার সময় টাইগারদের সঙ্গে ছিলেন না কোনো নিরাপত্তাকর্মী। এমনকি দেখা যায়নি কোনো স্থানীয় লিয়াজোঁ অফিসারকে। এতে প্রশ্ন উঠেছে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তায় কেন এতো গাফলতী?

এর জবাবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘নিরাপত্তা যেমন থাকার কথা ছিলো সেটা ছিলো না এটা সত্য। এখানে হয়েছে বাংলাদেশ দল তিন গ্রুপে ভাগ হয়ে গিয়েছিলো। একটা গ্রুপ চলে গিয়েছিল হোটেলে, দুপুরের খাবারের জন্য কোচ যারা। আর একটা গ্রুপ মাঠেই ছিলো। আর একটা গ্রুপ মসজিদে যাচ্ছিলো। মসজিদে যারা যাচ্ছিলো, ঐ গ্রুপের সঙ্গে কেউ ছিলো না। ওরা গাড়ি নিয়ে নামাজ পড়তে গিয়েছিলো। এখন ওদের কি আগে নামাজের কথা জানানো হয়েছিলো কিনা সেটাও দেখতে হবে।’

এছাড়া এতো বড় হামলা ঘটনা জন্য নিউজিল্যান্ড প্রস্তুত ছিলো না বলে মনে করেন নাজমুল হাসান পাপন, ‘এর আগে এমন ঘটনা শিকার হয়নি নিউজিল্যান্ড। আমাদের দেশে কিংবা প্রতিবেশী কোন দেশে হলে অনেক আগে পুলিশসহ নিরাপত্তা বাহিনী অনেক আগেই চলে আসতো। কিন্তু হামলার পর ঘটনাস্থলে পুলিশ আসতেও অনেক দেরি করেছে। তাঁর মানে স্পষ্ট বোঝা যায় এ ধরনের হামলার জন্য তারা প্রস্তত ছিলো না।’

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭