সোশ্যাল থট

এ কারণেই তাঁকে ভালোবাসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/03/2019


Thumbnail

যে বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা যার বাড়ী তিনি জন্মেছিলেন সাধারণ দরিদ্র পরিবারে।ধনুষ্টংকারে মাকে হারানোর পর বিমাতার অত্যাচারে গৃহত্যাগী হতে হয় তাঁকে।

কলকাতা পালিয়ে গিয়ে মুটে তথা কুলীর কাজ করা এই মানুষ কি করেছিলেন জানেন? স্বদেশী আন্দোলন থেকে সেনাবাহিনীর চাকুরী। তখনকার মেসোপটোমিয়া, ইরাকে গিয়ে মানুষের জান বাঁচানোর জন্য রাজা পঞ্চম জর্জ ডেকে নিয়ে সম্মানিত করেন তাঁকে। সে সব চাকরী ছেড়ে ব্যবসা শুরু করেন।

কেরানীগিরি করা বাঙালি তখন ব্যবসা জানতো না। ইনি নৌ পরিবহন ও নৌ পরিবহনে বীমার প্রথম সার্থক বাঙালি ব্যবসায়ী। পরে যখন বিত্তশালী হলেন তখন নামলেন শিক্ষা ও দানের প্রসারে।আজকাল একজন কাঙালকে ধরে খাইয়ে পাঁচজন ফটো সেশন করেন। ইনি ৪৩ এর আকালের সময় একাই কয়েক `শ লঙর খানা খুলেছিলেন।

দানবীর মানুষটি মায়ের নামে কুমুদিনী কলেজ প্রপিতামহীর নামে ভারতেশ্বরী হোমস, হাসপাতাল আরো কত কি করেছিলেন। পাকিস্তান হবার পরও সে দান ছিলো অবারিত।দেশ ছেড়ে যাননি।

প্রতিদান অবশ্য ই পেয়েছেন হাতে হাতে। ১৯৭১ পাক বাহিনী ও দালালেরা ধরে নিয়ে গেলে একবার ফিরে এসেছিলেন। তাও পালান নি। তাই পরেরবার তিনি ও তাঁর পুত্র কেউ অার ফিরে অাসতে পারেননি।

দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ীতে কাঁসের থালা বাসনে খেতে বসা শেখ হাসিনাকে দেখে শুধু প্রধানমন্ত্রী মনে হয়নি মনে হয়েছে বড় বোন। বাঙালি দিদি।

এ কারণেই তাঁকে ভালোবাসি। এড়াতে পারি না।

(অজয় দাশগুপ্ত সিডনি প্রবাসী লেখক, সাংবাদিক ও ছড়াকার। জনপ্রিয় কলাম লেখকও তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত।)  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭