ইনসাইড গ্রাউন্ড

‘নিউজিল্যান্ড নিরাপদ, এই ধারণা পাল্টে যাবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/03/2019


Thumbnail

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই হামলার পর নিরাপদ দেশ বলে পরিচিত দেশটি হুমকির মুখে পড়বে বলে মনে করেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিভ হোয়াইট। ফলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পদ্ধতি বদলে যাবে বলেও নিউজিল্যান্ড ক্রিকেটের এই কর্মকর্তা মনে করেন। নিজ দেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান হোয়াইট।

এই হামলা থেকে মাত্র ৫ মিনিটের জন্য রক্ষা পান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ড গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট জানান, ‘ঘটনার পর বাংলাদেশের (নিজামউদ্দিন চৌধুরী) সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে ক্রিকেট না খেলার ব্যাপারে আমরা একমত হয়েছি। এটা ছিল খুব সহজ সিদ্ধান্ত।’

এই ঘটনার পর নিউজিল্যান্ড ক্রীড়াঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা বদলে যাবে বলেও জানান তিনি, ‘এটি ভয়াবহ ব্যাপার। এখন আন্তর্জাতিক খেলাধুলা আয়োজনের কাঠামোই পাল্টে যাবে। মনে হয় সবকিছুই পাল্টে যাবে। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আমরা গভীরভাবে পর্যালোচনা করে দেখব। নিউজিল্যান্ড নিরাপদ দেশ, সবার এই ধারণাটা এখন থেকে পাল্টে যাবে বলে মনে করছি। আমাদের এখন অনেক বেশি সতর্ক থাকতে হবে।’

এসময় হোয়াইট জানান বাংলাদেশ দলকে দ্রুত ফ্লাইটে তুলে দেওয়ার চেষ্টা করছেন তারা। আর নিউজিল্যান্ডের ক্রিকেটারদের নিরাপদে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭