ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তান ঘুরে গিয়েছিলেন ক্রাইস্টাচার্চে হামলাকারী ট্যারেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2019


Thumbnail

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার দিনে মসজিদে হামলা চালিয়ে প্রায় অর্ধশত মুসল্লিকে হত্যাকারী অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেন্টন ট্যারেন্ট পাকিস্তানে এসেছিলেন। গত বছরের অক্টোবর মাসে একজন পর্যটক হিসেবে তিনি পাকিস্তান ভ্রমণ করেন।

গতকাল শুক্রবার জুমার নামাজের সময় আল নুর মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় ট্যারেন্ট। এতে অন্তত ৪১ জন নিহত হয়। এদিন ক্রাইস্টচার্চের আরও একটি মসজিদে হামলা হয়। উভয় হামলায় অন্তত ৪৯ নিহত হয়েছেন।

উর্দু নিউজের বরাত দিয়ে পাকিস্তানের সামা টিভির খবরে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবরে তিনদিনের জন্য পাকিস্তান ভ্রমণে আসনে ট্যারেন্ট। অক্টোবরের ২২ তারিখ তিনি পাকিস্তান এসেছিলেন। এ সময় তিনি নগর ভ্যালি হোটেলে অবস্থান করেছিল।

তবে পাকিস্তানে তিনি শুধু ভ্রমণ করতেই এসেছিলেন না কি অন্য কোনো উদ্দেশ্য ছিল সে সম্পর্কে কিছু বলা হয়নি ওই খবরে।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭