ইনসাইড গ্রাউন্ড

১০ মাস পর পর্তুগালে রোনালদো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2019


Thumbnail

রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এবার ১০ মাস পর আবারো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন সিআরসেভেন।

চলতি মাসে ২০২০ সালে ইউরো কাপের বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য রোনালদোকে রেখে পর্তুগিজ স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ফার্নান্দো সান্তোস। ফলে প্রায় ১০ মাস আবারো জাতীয় দলের জার্সিতে দেখা যাবে জুভেন্টাস তারকাকে।

লিসবনে আগামী ২২ মার্চ ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন করবেন রোনালদো। এর তিনদিন পর একই মাঠে সার্বিয়ার মুখোমুখি হবে রোনালদোরা।

জাতীয় দলের জার্সিতে এ পর্যন্ত ১৫৪ ম্যাচে ৮৫ গোল করেছেন সিআরসেভেন। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে উরুগুয়ের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপর এই প্রথম জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন রোনালদো।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭