ওয়ার্ল্ড ইনসাইড

এবার লন্ডনেও মুসল্লীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2019


Thumbnail

নিউজিল্যান্ডের মসজিদে নৃশংস হত্যাযজ্ঞের একদিন না পেরোতেই লন্ডনে একটি মসজিদের কাছে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, পূর্ব লন্ডনের একটি মসজিদের বাইরে হাতুড়ি নিয়ে এক মুসলিমের ওপর হামলা চালিয়েছেন কয়েকজন।

ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের জুম্মার নামাজে অংশ নেয়া মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করছিল তিন ব্যক্তি। সেসময় বেশ কিছু মানুষ তাদের ধাওয়া করলে এক মুসল্লির ওপর চড়াও হন তারা। হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে আহত করা হয়। এরপর গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায় তিনজনের ওই দলটি। 

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীদের সবাই শ্বেতাঙ্গ ছিল। তাদের বয়স ২০ থেকে ৩০-য়ের মধ্যে।

ইতিমধ্যেই ওই হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ। নিউজিল্যান্ডের হামলার পর সব মসজিদে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭