ইনসাইড আর্টিকেল

বিড়ালকে গোসল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2017


Thumbnail

বিড়ালকে গোসল
মা: এই পার্থ, কী করিস তুই?
পার্থ: বিড়ালকে গোসল করাই, মা।
মা: ইস! ঠান্ডায় মরে যাবে তো!
কিছুক্ষণ পর সত্যি সত্যিই বিড়ালটা মরে গেল।
মা বললেন: কি, বলেছিলাম না ঠান্ডা পানিতে গোসল করালে মরে যাবে?
পার্থ: ঠান্ডায় মরেনি তো, মা। গোসলের পর চিপে পানি বের করতে গিয়ে মরে গেল। 

যে মায়ের সব কথা শুনবে
ভীষণ দুষ্টুমি করে বলে বাবা তাঁর দুই ছেলেকে ডেকে নিয়ে বললেন, ‘এখন থেকে যে মায়ের সব কথা শুনবে, সপ্তাহ শেষে তার জন্য একটা পুরস্কার থাকবে।’
তাই শুনে বড় ছেলে ছোট ভাইকে বলল, ‘এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই রে, চল খেলতে যাই, সব পুরস্কার তো শেষ পর্যন্ত বাবাই পাবে!’ 

ভালো কাজ
মা: শোনো রতন, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করবে।
পরদিন রতন বলছে মাকে, ‘মা, জানো, আজ আমি একটা ভালো কাজ করেছি।’
মা: কী কাজ?
রতন: আমি আর আমার বন্ধু মিলে একজন বৃদ্ধাকে রাস্তা পার করে দিয়েছি।
মা: এ কাজ করতে আবার তোমার বন্ধুকে লাগে? তুমি একাই তো করতে পারতে।
রতন: কী করব, বৃদ্ধা কিছুতেই রাস্তা পার হতে চাইছিলেন না, ওনাকে জোর করে ধরে রাস্তা পার করাতে হলো।

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭