ইনসাইড বাংলাদেশ

অসুস্থ খালেদাকে নেয়া হয়নি আদালতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/03/2019


Thumbnail

অসুস্থার কারণে বেগম খালেদা জিয়াকে আজ আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল আজ।

খালেদা জিয়াকে আদালতে হাজির না করে কারা কর্তৃপক্ষ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ড. মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি কাস্টডি পাঠায়। সেখানে লেখা হয়েছে- শারীরিক অসুস্থতাজনিত কারণে আজ খালেদা জিয়াকে আদালতে হাজি করা হয়নি।

শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়ার অনুপস্থিতিতেই অভিযোগ গঠন শুনানি করার আবেদন জানান। অপরদিকে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার খালেদার অনুপস্থিতিতে শুনানি না করে সময়ের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেনের আদালত আগামী ১৭ এপ্রিল অভিযোগ গঠন শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

উল্লেখ্য, সর্বশেষ ২৪ জানুয়ারি খালেদা জিয়া কারাগার থেকে হুইলচেয়ারে করে আদালতে হাজির হয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন- আমাকে সাজা দিতে চাইলে দিয়ে দেন, আমি আর এই আদালতে আসব না। এরপর গত ১৩ মার্চ বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানির দিন হাজিরা দিতে আদালতে যাননি বেগম জিয়া। 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭