ইনসাইড এডুকেশন

বর্জনে সাড়া নেই, ঢাবিতে ক্লাস-পরীক্ষা চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/03/2019


Thumbnail

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ঢাবি ক্যাম্পাসে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। নির্বাচনের ফল বাতিলের দাবিতে কয়েকটি প্যানেলের নেতারা ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিলেও সাধারণ শিক্ষার্থীরা তাতে সাড়া দিচ্ছেন না।

ডিপার্টমেন্টগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। ক্যাম্পাসে ডাকসু নিয়ে আলাপ-আলোচনা চললেও এ নিয়ে তৈরি হওয়া উত্তাপ একেবারেই কেটে গেছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে সেদিন থেকেই পুরো ক্যাম্পাসে উত্তাপ ছড়িয়ে পড়ে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭