ইনসাইড গ্রাউন্ড

টেস্ট ক্রিকেটে আফগানদের প্রথম জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/03/2019


Thumbnail

সাদা পোশাকে প্রথম জয়ের স্বাদ পেলো যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তান। ২০১৭ সালে আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের পর নিজেদের দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ পেলো আফগানরা। গতবছর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করে রশিদ-নবীরা।

দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে দেড় দিন হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড প্রথম ইনিংসে করে ১৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রান তোলে আফগানিস্তান। ১৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড অ্যান্ডি বলবির্নির ৮২ রানের উপর ভর করে ২৮৮ রান তোলে।

জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আগের দিন ১ উইকেটে ২৯ রান তোলে। রহমত শাহ’র ৭৬ ও ইহসানউল্লাহর ৬৫* রানের উপর ভর করে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আফগানিস্তান। ম্যাচে ১৭৪ রান তুলে ম্যাচসেরা হয়েছেন রহমত শাহ।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭